Thank you for trying Sticky AMP!!

কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকায় আজ সোমবার সন্ধ্যায় পণ্যবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য নিয়ে মাঝিরঘাট এলাকার একটি ঘাটে ভেড়ানোর সময় আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে।

সদরঘাট নৌ পুলিশের ওসি এ বি এম মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, পণ্যবাহী লাইটার জাহাজ ‘এমভি রুহুল আমিন খান’ মাঝিরঘাটে ভেড়ানোর সময় ‘ওটি মিক হৃদয়-১’ নামের তেলবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। তেলবাহী জাহাজটি সেখানে নোঙর করা ছিল। ধাক্কা দেওয়ার পর ‘রুহুল আমিন খান’ জাহাজটি ধীরে ধীরে ডুবে যায়। এ সময় আশপাশের নৌযান গিয়ে নাবিকদের উদ্ধার করে। তাঁরা এখন নিরাপদে আছেন।’

দুর্ঘটনার পর ভিডিও চিত্রে দেখা যায়, দুর্ঘটনায় এমভি রুহুল আমিন খানের বেশির ভাগ অংশই ডুবে আছে। ‘ওটি মিক হৃদয়-১’ নামের তেলবাহী জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনাস্থলে নৌ পুলিশের তৎপরতা রয়েছে।

চট্টগ্রাম বন্দরসচিব মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর বন্দর থেকে উদ্ধার কার্যক্রমে পদক্ষেপ নেওয়া হচ্ছে।