Thank you for trying Sticky AMP!!

কৃষককে শুঁড়ে তুলে ছুড়ে মারল হাতি

প্রতীকী ছবি

কৃষক আবদুল মুনাফ (৩০) গিয়েছিলেন লিচু বাগান পাহারা দিতে। কিন্তু পাহাড়ের বাগানে পাহারা দিতে গিয়েই ঘটেছে বিপত্তি। একটি বন্য হাতি তাঁকে শুঁড়ে তুলে ঝোপে ছুড়ে মেরেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার ধুইল্লা জিরি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত কৃষক মুনাফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত কৃষকের চাচা মো. আজিজ বলেন, রাতে লিচু বাগান পাহারা দিতে গিয়েছিল মুনাফ। বন্য হাতি তাঁকে কাছে পেয়ে শুঁড় দিয়ে তুলে ঝোপে ফেলেছে। শুঁড়ে না তুলে পদদলিত করলে তাঁকে বাঁচানো যেত না।

বাঁশখালী বন বিভাগের জলদি রেঞ্জের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিসুজ্জামান শেখ বলেন, ধান, লিচু সহ সবজি খাওয়ার জন্য প্রায়ই বন্য হাতি বাগানে হামলা চালাচ্ছে। এ কারণে এ ঘটনাটি ঘটেছে।