Thank you for trying Sticky AMP!!

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করাই চ্যালেঞ্জ: ইউজিসি চেয়ারম্যান

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে আজ রোববার অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেছেন, তাঁর মূল চ্যালেঞ্জ হবে দেশে গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করা। একই সঙ্গে গবেষণার সংখ্যা ও মান বৃদ্ধি করা।

কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার কাছ থেকে ইউজিসির ১৩তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কাজী শহীদুল্লাহ। এ সময় নতুন চেয়ারম্যান বলেন, তাঁর দায়িত্ব হবে সরকারের নিয়ম-নীতি মেনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর তদারকি প্রতিষ্ঠান ইউজিসিকে পরিচালনা করা। তিনি ইউজিসির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম-শৃঙ্খলা ও বিধিবিধান মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে দাপ্তরিক কাজ করার আহ্বান জানান।

যোগদান অনুষ্ঠানে ইউজিসির অন্য সদস্য, একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক কাজী শহীদুল্লাহকে ইউজিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।