চট্টগ্রামে ১০ কোটি টাকার ডাল ছোলা জব্দ পাঁচ গুদাম সিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামচট্টগ্রাম নগরের রহমাননগর এলাকার পাঁচটি গুদামের বিপুল পরিমাণ ছোলা, ডাল, মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও পানীয় জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার এসব পণ্য জব্দের পর গুদামগুলো সিল করে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট খন্দকার নুরুল হক জানান, জব্দ করা মালামাল ভালো অবস্থায় থাকলে এগুলোর দাম হতো কমপক্ষে ১০ কোটি টাকা।জানা যায়, খাতুনগঞ্জের ‘মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি)’ ও ‘হারুন হানিফ’ নামের দুটি প্রতিষ্ঠান আমদানি করা এসব পণ্য ওই পাঁচটি গুদামে মজুদ করেছিল। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিএসটিআই, র্যাব ও পুলিশের সহায়তায় পরিচালিত আদালত রহমাননগরে গুদামগুলোতে অভিযান চালান। আদালত সেখানে ভোগ্যপণ্যের সঙ্গে ড্রামে রাসায়নিক দ্রব্যও রাখা হয়েছে বলে দেখেন। কিছু পণ্যে শ্যাওলা জমেছে এবং কিছু পণ্যে পোকা দেখা গেছে। আর কিছু পণ্য থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।আমদানিকারক প্রতিষ্ঠান ইলিয়াস ব্রাদার্সের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা গুদামে ভালো পণ্য রেখেছিলেন। গুদামের মালিক বেশি লাভের আশায় রাসায়নিক পদার্থের সঙ্গে ভোগ্যপণ্য রাখায় এই সমস্যা হয়েছে।’অন্য আমদানিকারক হারুন হানিফ প্রথম আলাকে বলেন, ‘গুদামের ছাদ ফুটো হয়ে ক্রমাগত পানি পড়ায় কিছু বস্তা ভিজে পণ্য নষ্ট হয়েছে। আমরা পঁচা পণ্য আলাদা করে ভালো পণ্য ক্রেতাদের সরবরাহ করছিলাম।’ম্যাজিস্ট্রেট খন্দকার নুরুল হক বলেন, ‘গুদামগুলোতে খাদ্যসামগ্রীর পাশে রাসায়নিক পদার্থ ছিল। এ ছাড়া কিছু নষ্ট ছোলা, মাসকলাই, মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও পানীয় পাওয়া গেছে। ফলে গুদামগুলো সিল করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়মিত মামলা করার দায়িত্ব দিয়েছি।’ পাঁচলাইশ থানার ওসি উদয়ন বড়ুয়া বলেন, আটক পণ্যসামগ্রীর তালিকা তৈরি করতে ১০-১২ দিন লাগতে পারে। এরপর মামলা হবে।অন্য দুটি ভ্রাম্যমাণ আদালত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচটি রেস্তোরাঁকে বিশুদ্ধ খাদ্য আইনে ৬৫ হাজার টাকা জরিমানা করেন।