Thank you for trying Sticky AMP!!

চুয়াডাঙ্গায় রেকর্ড শনাক্তের দিনে ৪০০ ছুঁল কোভিড রোগী

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৩১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড এটি। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলো ৪০০ জন।

গতকাল রোববার রাতে জেলার সিভিল সার্জন এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন। এ ছাড়া জেলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আমজাদ হোসেন রাত পৌনে ১১টায় মিডিয়া সেলের মেসেঞ্জার গ্রুপে বিস্তারিত তুলে ধরেন।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭১ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জন কোভিডে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে সদর উপজেলায় ২৩ জন। এ ছাড়া দামুড়হুদায় ৫ জন ও আলমডাঙ্গায় ৩ জন।

জেলায় এ পর্যন্ত ২ হাজার ৫৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৪০০ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। আর মারা গেছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২৮ জন।