
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে ঢাকা বোট ক্লাব ও বনানী ক্লাব।
দুই ক্লাব আলাদা কর্মসূচির মাধ্যমে গতকাল রোববার দিবসটি পালন করে বলে জনসংযোগ সংস্থা ইমপ্যাক্ট পিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, জাতির জনকের প্রতিকৃতি অঙ্কনের প্রতিযোগিতা ভার্চ্যুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয় মিলাদ মাহফিল।
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পর্কে ঢাকা বোট ক্লাবের সভাপতি বেনজীর আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুরা বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে।
বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ বলেন, ‘আমি আশা করি, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা বঙ্গবন্ধু সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবে। তারা হয়ে উঠবে সত্যিকারের বঙ্গবন্ধুপ্রেমী।’
চার থেকে আট বছর বয়সী শিশুদের জন্য ‘ক’ ও ‘খ’—দুটি শ্রেণিতে জাতির জনকের প্রতিকৃতি অঙ্কনবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক্লাব সদস্যদের সন্তানেরা অংশগ্রহণ করে। তাদের আঁকা ছবিতে উঠে আসে বাংলাদেশ, দেশপ্রেম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।