Thank you for trying Sticky AMP!!

ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু ট্রেন চলাচল শুরু বৃহস্পতিবার

ঢাকা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশনের মধ্যে ট্রেন চলাচল শুরু হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ রেলপথ দিয়ে টাঙ্গাইল কমিউটার-১ ও ২ নামে এক জোড়া ট্রেন চলাচল করবে।

বৃহস্পতিবার কমলাপুর স্টেশন থেকে উদ্বোধনের মাধ্যমে এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী এ ট্রেন চলাচল শুরু হওয়ায় টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাবে বিকেল ৫টা ২০ মিনিটে এবং বঙ্গবন্ধু সেতুতে (পূর্বে) পৌঁছাবে রাত ৮টা ৩০ মিনিটে। বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশন থেকে সকাল ৬টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে।

টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ১০টি কোচ নিয়ে চলাচল করবে। আগে এই ট্রেনটি তুরাগ নামে ঢাকা-জয়দেবপুরের মধ্যে চলাচল করত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।