Thank you for trying Sticky AMP!!

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ৯৪ কর্মকর্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়

যুগ্ম সচিব পদের ৯৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে দেওয়া তথ্য অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বড় অংশই বিসিএস ১৫তম ব্যাচের। বেশ কিছুদিন ধরেই তাঁদের পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছিল।

সম্প্রতি সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভায় পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের তথ্য যাচাই-বাছাই করে প্রস্তুত করা হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ৯১ জন দেশের বিভিন্ন দপ্তরে দায়িত্বপালন করছেন। বাকি তিনজন বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনে কর্মরত রয়েছেন।

অবশ্য পদোন্নতি পেলেও এসব কর্মকর্তাদের অধিকাংশকেই আগের পদে দায়িত্বপালন করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। কারণ, অতিরিক্ত সচিবের পর্যাপ্ত পদ খালি নেই।

কয়েক বছর ধরেই উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদের চেয়ে বেশি কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৯৪ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়ার পর এবার উপসচিব ও যুগ্ম সচিব পদেও পদোন্নতি দেওয়া নিয়ে আলোচনা চলছে।