Thank you for trying Sticky AMP!!

পাতা ঝরার গান

>

শীতের বনভূমিতে শুরু হয়েছে পাতা ঝরার গান। শুকনো পাতা হারিয়ে গাছগুলো হয়েছে ন্যাড়া ন্যাড়া। এই ন্যাড়া গাছগুলোই কিছুদিন পর নবপল্লবে সবুজ আর সজীব হয়ে উঠবে। তখন শুরু হবে ফাগুনের গান। ছবিগুলো সিলেটের মালিনীছড়া রাবারবাগান থেকে তোলা।

শীতে সবুজ বনভূমি এখন জীর্ণশীর্ণ
পাতাঝরা ডাল নিয়ে ঠায় দাঁড়িয়ে রাবারগাছগুলো
ঝরে পড়া পাতায় ঢেকে যাওয়া মেঠো পথ
সবুজ টিলার কোলে ঝরা পাতা
পাতা ঝরছে ঝরুক। শিমুল ফুলের আর তর সইছে না। মৌসুম আসার আগেই ফুটে আছে গাছের ডালে
সবুজ ঘাসে ঠাঁই নিয়েছে ঝরা পাতার রাশ
গোধূলিবেলায় পাতাঝরা ডালের ওপরের আকাশ দিয়ে উড়ে যাচ্ছে বিমান