Thank you for trying Sticky AMP!!

বৈশাখী পসরা

দরজায় কড়া নাড়ছে পয়লা বৈশাখ। নববর্ষকে বরণ করে নিতে বাঙালির কত না আয়োজন! দিনটিকে সামনে রেখে ক্রেতাদের জন্য গ্রামবাংলার নানা কারুপণ্য প্রস্তুত করতে ব্যস্ত রাজধানীর দোয়েল চত্বর এলাকার ব্যবসায়ী ও কারিগরেরা। এখানে পাওয়া যাচ্ছে ডুলা, ডালা, পলো, খেলনা, শখের হাঁড়ি, কুলা, ঝুড়ি, মাথাল, একতারা, হাতপাখা ইত্যাদি। এগুলো এসেছে বিভিন্ন জেলা থেকে। চলছে সেগুলো রাঙিয়ে তোলার কাজ। ছবিগুলো শুক্রবারের।
বৈশাখের অনুষঙ্গ হিসেবে বাঁশের তৈরি ডালার চাহিদা বেড়ে যায়।
সবুজ রঙের ডালায় লেখা হচ্ছে ‘শুভ নববর্ষ’।
নববর্ষ উপলক্ষেই এমন গ্রাম্য খেলনার দেখা মেলে।
শখের হাঁড়িতে রং দিয়ে নকশা করা হচ্ছে।
সাজিয়ে রাখা হয়েছে বর্ণিল শখের হাঁড়ি।
জমকালো নকশা করা ছোট ছোট কুলা।