স্থপতি মোহাম্মদ তানভীর করিম আর নেই

মোহাম্মদ তানভীর করিম
মোহাম্মদ তানভীর করিম

স্থপতি মোহাম্মদ তানভীর করিম গত ২৯ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মোহাম্মদ তানভীর করিম মা, স্ত্রী, দুই মেয়ে, দুই নাতি–নাতনি, তিন ভাইসহ অনেক আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও বন্ধুবান্ধব রেখে গেছেন। মোহাম্মদ তানভীর করিম ঢাকায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন।

মোহাম্মদ তানভীর করিমের জানাজা আগামীকাল শুক্রবার ডালাসের প্লানো মসজিদে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি