শুভ সন্ধ্যা। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। কয়লা আসায় পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র আবার উৎপাদনে ফিরছে। আজই জাহাজ থেকে কয়লা খালাস শুরু হয়েছে। এ–সংক্রান্ত প্রতিবেদনটি আজ পাঠকের ব্যাপক সাড়া পেয়েছে। অর্থবছরের হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো দেখাতে ব্যাংক থেকে ডলার কেনা শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতির এ খবরেও পাঠকের আগ্রহ ছিল। সারা বিশ্বের নজর ছিল টাইটান সাবমেরিন নিয়ে। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে পাঁচ আরোহী নিয়ে আটলান্টিকের তলদেশে গিয়ে ধ্বংস হওয়া টাইটান সাবমেরিন সম্পর্কে আজ একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিটি প্রতিবেদনেই পাঠকের ব্যাপক সাড়া দেখা গেছে। এসবের বাইরে ক্রীড়া ও বিনোদনের একাধিক প্রতিবেদন আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

বিসিপিসি সূত্র জানায়, ৪০ হাজার টন কয়লা নিয়ে প্রথম জাহাজটি আজই এসেছে। তিন থেকে চার দিনের মধ্যে দ্বিতীয় জাহাজটির চলে আসার কথা। বিস্তারিত পড়ুন...
গতকাল বৃহস্পতিবার বেসরকারি খাতের প্রাইম ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ৩ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলারের জন্য ১০৬ টাকা দাম দিয়েছে। পাশাপাশি একই দামে আমদানি দায় মেটাতে ডলার বিক্রি অব্যাহত রেখেছে। বিস্তারিত পড়ুন...
ক্যামেরন জানান, গত রোববার টাইটান যখন নিখোঁজ হয়, তখন তিনি একটি জাহাজে ছিলেন। সোমবার পর্যন্ত তিনি টাইটানের নিখোঁজ হওয়ার বিষয়ে কিছুই জানতেন না। বিস্তারিত পড়ুন...
মুন্দো দেপোর্তিভো লিখেছে, বুসকেতসের সঙ্গে ইন্টার মায়ামির আনুষ্ঠানিক চুক্তি সময়ের ব্যাপার। যেকোনো সময় স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি হবে। দুই পক্ষই আলোচনায় অনেকটা পথ এগিয়ে গেছে। বিস্তারিত পড়ুন...
আজ বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুকে পরীমনি লিখেছেন, ‘এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে...যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি। বিস্তারিত পড়ুন...