
বাংলাদেশে এড-টেক (EdTech) খাতে নতুন দিগন্তের সূচনা হলো। আন্তর্জাতিকভাবে স্বীকৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইংরেজি ভাষা শিক্ষার অ্যাপ ‘এলসা স্পিক’-এর আনুষ্ঠানিক যাত্রা বাংলাদেশে শুরু হলো ব্যাকবন লিমিটেডের অংশীদারত্বে।
এ উপলক্ষে গতকাল শুক্রবার (২৫ জুলাই) ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষা ও প্রযুক্তি খাতের দেশি-বিদেশি ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
এলসা করপোরেশনের রাজস্ব বিভাগের ভাইস প্রেসিডেন্ট উইল পোলেস এবং ব্যাকবন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন শেখ মাহিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাকবন লিমিটেডের নির্বাহী পরিচালক আরিফ উল্লাহ খান ও মানবসম্পদ বিভাগের পরিচালক আমিনুর রহমান।
কী এই এলসা?
‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিচ অ্যাসিস্ট্যান্ট’ সংক্ষেপে ‘এলসা’ একটি এআইভিত্তিক অ্যাপ্লিকেশন (অ্যাপ), যা ব্যবহারকারীর ইংরেজি উচ্চারণ, বাক্য গঠন এবং দৈনন্দিন আলাপচারিতার দক্ষতা উন্নয়নে সহায়তা করে। বিশ্বের ১৯০টিরও বেশি দেশে ৮ কোটির বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করছেন। এআই প্রযুক্তি ব্যবহার করে ব্যক্তিগত উদ্যোগে মতামত বা ফিডব্যাক এবং শেখার কনটেন্ট সাজিয়ে দেয় এলসা, যা বিশেষভাবে কর্মজীবী ও শিক্ষার্থীদের জন্য উপকারী।
এলসার বাংলাদেশে যাত্রার প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট উইল পোলেস বলেন, ‘বাংলাদেশে এলসা স্পিক চালুর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও বিদেশগামী চাকরিপ্রত্যাশীদের জন্য ইংরেজি ভাষা শিক্ষাকে আরও সহজ, প্রযুক্তিনির্ভর এবং সবার জন্য প্রযোজ্য করে তুলবে। এই দক্ষতা তাঁদের আত্মবিশ্বাস এবং আন্তর্জাতিক চাকরির বাজারে সুযোগের দ্বার উন্মোচন করবে।’ তিনি আরও বলেন, ‘ব্যাকবনের অভিজ্ঞতা ও অবকাঠামো এবং এলসার এআই প্রযুক্তি একসঙ্গে দেশজুড়ে লাখো মানুষকে উপকৃত করবে। এটি শিক্ষার ডিজিটাল রূপান্তর ও ভাষাগত দক্ষতার মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।’
এলসা ব্যবহার করে আইএলটিএসে ৭ দশমিক ৫ স্কোর অর্জন করেছেন ঢাকার শিক্ষার্থী ইমরান হোসেন। তিনি বলেন, ‘আমি যখন আইএলটিএসের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন কোভিড মহামারি চলছিল। তাই কোথাও গিয়ে “স্পিকিং টেস্ট”টা দিতে পারছিলাম না। এমন একটি অ্যাপ খুঁজছিলাম, যেটার মাধ্যমে কোভিডের মতো প্রতিকূল পরিস্থিতিতেও আমি প্রস্তুতি চালিয়ে যেতে পারি। তখন আমি “এলসা”র খোঁজ পাই। এ অ্যাপের বড় বৈশিষ্ট্য হলো, অন্য অ্যাপ আপনার ভুলগুলো ধরিয়ে ফিডব্যাক দেবে না, কিন্তু এলসা ভুলটা নির্দিষ্ট করে দেয়। যা ইংরেজিতে আলাপচারিতার ক্ষেত্রে আমাকে আত্মবিশ্বাসী করেছে।’
এলসা ব্যবহারে নিজের অভিজ্ঞতা সম্পর্কে জানান এসএলসি প্ল্যাটফর্মের মাধ্যমে জাপানের স্কুল শিশুদের ইংরেজির শিক্ষক প্রত্যাশা শের। তিনি বলেন, ‘এলসা সত্যিই অসাধারণ। বিশেষ করে এর ন্যাচারাল ফিডব্যাক দুর্দান্ত। এলসা অ্যাপে কথা বলতে গিয়ে আমার গ্রামার, ভোকাবুলারি ও উচ্চারণে অনেক উন্নতি হয়েছে, যা আমার শিক্ষকতা পেশায় খুব সহায়ক হয়েছে।’
ব্যাকবন লিমিটেডের অগ্রণী ভূমিকা
২০১৩ সালে প্রতিষ্ঠিত ব্যাকবন লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এড-টেক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি অনলাইন লার্নিং, স্মার্ট ক্লাসরুম, কনটেন্ট ডেভেলপমেন্ট, এআই সমাধান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে অংশীদারত্বে বিভিন্ন শিক্ষা প্রযুক্তি কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের প্ল্যাটফর্ম থেকে হাজারো শিক্ষার্থী উন্নত ইংরেজি, সফট স্কিল এবং কর্মসংস্থানমুখী দক্ষতা অর্জন করেছে। আন্তর্জাতিক পুরস্কার ও আইএসও সনদপ্রাপ্ত শীর্ষস্থানীয় এড-টেক প্রতিষ্ঠানটির কার্যক্রম বাংলাদেশের গণ্ডি পেরিয়ে জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্তৃতি লাভ করেছে। এ ছাড়া ব্যাকবন লিমিটেড শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এলএমএস, সিআরএম, ই-বুক এবং এআই টুলসহ নানা ধরনের প্রযুক্তি-সমাধানও দিয়ে থাকে।
এলসা স্পিকের সঙ্গে অংশীদারত্ব সম্পর্কে ব্যাকবন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন শেখ মাহিন বলেন, ‘আমরা দেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের আরও বেশি আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও প্রশিক্ষণ সেবা দিতে চাই। ইতিমধ্যে আমরা সুনামের সঙ্গে বিশ্বব্যাংক, ইউএনডিপি, ইউএসএআইডি, এডিবি এবং জাইকার মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করেছি। বেশ কয়েকটি জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ বাংলাদেশে নিয়ে এসেছি আমরা। এলসা স্পিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন উদ্যোগগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশের শিক্ষা খাতকে ডিজিটালাইজ করার এ প্রচেষ্টা ব্যাকবন সব সময় অব্যাহত রাখবে।’
‘এলসা স্পিক’-এর সুযোগ-সুবিধা
এলসা কীভাবে বাংলাদেশে কাজ করবে? কেন বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বদলে ব্যাকবন লিমিটেডের কাছ থেকে এর সাবস্ক্রিপশন নেবে? এসব বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন শেখ মাহিন জানান, ব্যাকবন লিমিটেড বাংলাদেশের বাজারের কথা মাথায় রেখে এলসা স্পিক অ্যাপের জন্য মূল্য নির্ধারণ করেছে। আন্তর্জাতিক বাজারে এলসার বার্ষিক সাবস্ক্রিপশন চার্জ প্রায় ১২ থেকে ১৯ হাজার টাকা। কিন্তু ব্যাকবনের মাধ্যমে বাংলাদেশি ব্যবহারকারীরা সেটি পেতে পারেন মাত্র ৪ হাজার ২০০ টাকায়। আর তিন মাসের জন্য নিতে চাইলে পাচ্ছেন মাত্র ১ হাজার ৫০০ টাকায়। বিস্তারিত জানতে ভিজিট করতে পারবেন ওয়েবসাইটে।