সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১ জুলাই, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

কেন আর ‘এত বড় ষাঁড়’ পালবেন না ‘কালা তুফানের’ মালিক

নাটোর সদর উপজেলার হয়বতপুরের আমিরুল ইসলাম তাঁর ‘কালা তুফান’ ষাঁড়টি প্রত্যাশার চেয়ে কম দামে বিক্রি করেছেন
ছবি: প্রথম আলো

এবার কোরবানির পশুর বাজারে আলোচিত নাটোরের ‘কালা তুফান’ বিক্রি হয়েছে ১০ লাখ টাকায়। ষাঁড়টি ২৫ লাখ টাকায় বিক্রির আশা করেছিলেন মালিক আমিরুল ইসলাম। লালন-পালনের খরচ বহন করা কষ্টসাধ্য হওয়ায় তিনি অন্তত ৫ লাখ টাকা লোকসানে ষাঁড়টি বিক্রি করতে বাধ্য হয়েছেন বলে দাবি করলেন। তাঁর এখন একটাই কথা, ‘এত বড় ষাঁড় আর পালব না।’  
বিস্তারিত পড়ুন

বিএনপির প্রতিহিংসা সব সীমা ছাড়িয়েছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের


বিএনপির প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতি রাজনৈতিক শিষ্টাচারের সব সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন। বিএনপির নেতাদের দেওয়া ‘নেতিবাচক ও দুরভিসন্ধিমূলক’ বক্তব্যের তীব্র নিন্দা জানাতেই এই বিবৃতি দিয়েছেন বলে সেখানে উল্লেখ করা হয়।
বিস্তারিত পড়ুন

বিশ্বের সবচেয়ে বড় ১০ অর্থনীতির দেশ কোনগুলো


মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাপকাঠিতে যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের বৃহত্তম অর্থনীতি। এর পেছনে, অর্থাৎ দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে থাকা চার দেশ হলো যথাক্রমে চীন, জাপান, জার্মানি ও ভারত। বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় এই পাঁচ দেশই অনুমিতভাবে তাদের অবস্থান ধরে রেখেছে।

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন গত বৃহস্পতিবার পৃথিবীর সবচেয়ে বড় ১০ অর্থনীতির এই তালিকা প্রকাশ করেছে।
বিস্তারিত পড়ুন

ভাগনারপ্রধানকে হত্যার পরিকল্পনা করছে রাশিয়া: ইউক্রেন

ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন


ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানভ বলেছেন, রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন

‘আমাদের সমস্যা আমরাই সমাধান করিব...’

মাসখানেক আগে কুড়িগ্রাম গিয়েছিলাম একটি আলোচনা অনুষ্ঠানে। অনুষ্ঠানের বাইরে সেখানে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে আলাপ হয়। তাঁদের কেউ আওয়ামী লীগের সমর্থক, কেউ বিএনপির সমর্থক, আবার কেউবা নিঃসঙ্গ বামধারার পতাকা ধরে আছেন। আলোচনা প্রসঙ্গে তাঁরা জানালেন, কুড়িগ্রামে রাজনৈতিক হানাহানি নেই।

বিভিন্ন জাতীয় দিবসে যে যাঁর কর্মসূচি পালন করেন, সমস্যা হয় না। এক দলের নেতারা অন্য দলের কোনো নেতা-কর্মী বিপদে পড়লে এগিয়েও আসেন। শত শত বছর তাঁরা একসঙ্গে বাস করে আসছেন, কখনো এক পাতে খানও। সবকিছু দলীয় চশমা দিয়ে দেখতে চান না তৃণমূলের এসব নেতা-কর্মী।
বিস্তারিত পড়ুন