Thank you for trying Sticky AMP!!

জাতীয় সংসদ ভবন

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্পত্তি দখলমুক্ত করতে সংসদীয় উপকমিটি গঠন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন থাকা সম্পত্তি দখলমুক্ত করা ও রক্ষণাবেক্ষণ করার জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে। আজ রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ওই উপকমিটি গঠন করা হয়।

জাতীয় সংসদ ভবনে আজ দ্বাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদীয় কমিটির সদস্য শাজাহান খান, এ বি তাজুল ইসলাম ও গোলাম দস্তগীর গাজীর সমন্বয়ে ওই উপকমিটি গঠন করা হয়।

বৈঠকে সরকারি অর্থায়নে নির্মিতব্য ‘অপারেশন জ্যাকপট’ চলচ্চিত্রের স্ক্রিপ্ট সম্পর্কে মতভেদ নিরসনে মুক্তিযোদ্ধা, ইতিহাসবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা অনুষ্ঠান করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

কমিটি মন্ত্রণালয়ের কী কী কার্যক্রম এখনো শুরু করা হয়নি, কোন কাজগুলো বাধাগ্রস্ত হচ্ছে এবং কোনগুলো সম্পন্ন হয়েছে—এই তিন ভাগে ভাগ করে একটি কর্মতালিকা প্রণয়নের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।

কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, এ বি তাজুল ইসলাম ও আবদুল লতিফ সিদ্দিকী বৈঠকে অংশ নেন।