মুন্সিগঞ্জে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মহিলা পরিষদের নিন্দা

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য থেমে থাকা একটি লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এক যৌথ বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ১১ মে ঢাকা থেকে চাঁদপুরগামী একটি লঞ্চ মুন্সিগঞ্জে যাত্রাবিরতির সময় দুই তরুণী ঘাটে নেমে কিছু কেনাকাটার জন্য গেলে স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে বাগ্‌বিতণ্ডার সূত্র ধরে লঞ্চে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় ওই দুই তরুণীর শ্লীলতাহানির চেষ্টা করা হয় এবং প্রকাশ্যে এক যুবক বেল্ট দিয়ে তাঁদের মারধর করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।

বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, এ ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নারীর প্রতি বিদ্বেষ, অবমাননা ও সহিংসতার সামাজিক ও সাংস্কৃতিক প্রবণতারই প্রতিফলন। বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতা যেভাবে বাড়ছে, তা আমাদের সমাজের এক ভয়াবহ সংকেত বহন করছে। এটি নারীর মৌলিক অধিকার, নিরাপত্তা এবং সম্মানকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলছে।’

বিবৃতিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও সহিংসতাকে উৎসাহিত করে এমন অপচেষ্টা দ্রুত দমন করতে হবে। এ ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রপ্তার, নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এ ছাড়া নারীর প্রতি সহিংসতা ও অমর্যাদার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং গণসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছে মহিলা পরিষদ।