
প্রশাসন ক্যাডার বাদে অন্যান্য ক্যাডারের ৭৮ জন 'বঞ্চিত' অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি। এর আগে প্রশাসন ক্যাডারের ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কাছে এই সুপারিশ পেশ করা হয়েছে। কমিটিতে ৩১৮টি আবেদন জমা পড়েছিল, যার মধ্যে ২১০টি যাছাই-বাছাই করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।