বাংলাদেশ মহিলা পরিষদ
বাংলাদেশ মহিলা পরিষদ

নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি মহিলা পরিষদের

কুষ্টিয়ার কুমারখালীতে মাংস চুরির অভিযোগে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে যথাযথ শাস্তি নিশ্চিতকরণে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বুধবার মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ৯ জুন বিকেলে প্রতিবেশী রিপন আলীর স্ত্রী ওই (ভুক্তভোগী) নারীকে পেয়ারাগাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এরপর রাতের বেলায় আরও কিছু লোক ভুক্তভোগীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এরপর প্রতিবেশীর বাড়িতে তুলে নিয়ে ভুক্তভোগীর চুল কেটে দেওয়া হয়।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ওই দিনই রাত ১০টার দিকে ইউপি সদস্য শাহ আলমের নেতৃত্বে এক সালিসে ভুক্তভোগীর দুটি গরু, একটি ছাগল ও স্বর্ণালংকার নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হলে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মহিলা পরিষদ বলেছে, ‘বেআইনি সালিস ও ফতোয়ার মাধ্যমে নারীকে শাস্তি ও জরিমানা হাইকোর্টের রায় অনুযায়ী নিষিদ্ধ। এ ধরনের বিচারবহির্ভূত কার্যক্রম নারীর জীবনে ভয়াবহ প্রভাব ফেলে।’