
অস্ট্রেলিয়ার সানশাইন কোস্টে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে দুই দিনের পরীক্ষার প্রথম দিন ছিল আজ মঙ্গলবার। প্রথম দিন তিনটি সমস্যা সমাধান করেন প্রতিযোগীরা। আগামীকাল দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের দল আজকের পরীক্ষা ভালো হয়েছে, আগামীকালও ভালো করার আশাবাদ জানিয়েছে তারা।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের এই আসরে বিশ্বের শতাধিক দেশ থেকে ছয় শতাধিক খুদে গণিতবিদ অংশ নিচ্ছে। আজ সকাল থেকেই শিক্ষার্থীদের চোখেমুখে ছিল অন্য রকম ঔৎসুক্য। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় সানশাইন কোস্ট কনভেনশন সেন্টারের বিশাল মিলনায়তনে পরীক্ষা শুরু হয়। নিয়ম অনুযায়ী, প্রথম দিন তিনটি সমস্যা সমাধান করতে সময় দেওয়া হয় সাড়ে চার ঘণ্টা। স্থানীয় সময় বেলা একটায় শেষ হয় পরীক্ষা।
প্রথম দিনের পরীক্ষায় কম্বিনেটরিক্স, জ্যামিতি আর সংখ্যাতত্ত্ব তিন ধরনের সমস্যার সমাধান করতে দেওয়া হয়। পরীক্ষা শেষে প্রতিযোগী অনেকেরই চোখেমুখে দেখা গেল স্বস্তি। বাংলাদেশের শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেল, আজ ছয়জনের সবাই পরীক্ষা ভালো দিয়েছে। তাদের চোখেমুখে ছিল আত্মবিশ্বাসের দ্যুতি। এখন সবাই অপেক্ষা করছে দ্বিতীয় দিনের পরীক্ষার জন্য। তাদের আশা, আগামীকালের পরীক্ষাও ভালো হবে।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে আসা নানা দেশের শিক্ষার্থীরা শুধু গণিতেই নয়, খেলাধুলাতেও সমান আগ্রহ দেখিয়েছে। পরীক্ষার পর শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছিল এক ভিন্নজগৎ। কয়েকটি কক্ষে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের ইনডোর গেমসের। অলিম্পিয়াডের ব্যস্ত সময়ের ফাঁকে তারা অবসর কাটিয়েছে ভিডিও গেমস, টেবিল টেনিস, দাবা, বিলিয়ার্ডের মতো ইনডোর খেলায়। এ ছাড়া হোটেলের সুবিশাল লেক ছিল কায়কিংয়ের জন্য উপযুক্ত জায়গা, যেখানে অনেকেই মেতে উঠেছে নৌকা চালানোর রোমাঞ্চে। সুইমিংপুলে চলেছে সাঁতার, আর বাইরে আয়োজন ছিল ভলিবলের মতো আউটডোর খেলারও। এই আয়োজন শুধু বিনোদনের জন্য ছিল না, সারা দিনের ক্লান্তি আর গণিতের কঠিন চিন্তার ভেতর এটি ছিল শিক্ষার্থীদের মধ্যে নেটওয়ার্কিং এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার এক সুবর্ণ সুযোগ।
এ বছর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের আয়োজক শহর কুইন্সল্যান্ডের সানশাইন কোস্ট। শহরটি তার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশের জন্য বিখ্যাত। এখানে দেখা যায় বিস্তৃত সোনালি বালুর সৈকত। উপকূলীয় অঞ্চল ঢেউখেলানো সৈকত আর পরিষ্কার জলরাশির জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ বলে জানা যায়। অস্ট্রেলিয়ার ৪০ শতাংশ বেশি প্রজাতির পাখির বসবাস এই এলাকায়। পাহাড়-পর্বতমালার এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের আবহ আছে এই শহরে।
অস্ট্রেলিয়ার অনন্য এই শহরে গতকাল আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের উদ্বোধন হয়। অলিম্পয়াডে অংশ নেওয়া বাংলাদেশ দলে রয়েছে ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মনামী জামান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী, রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এম জামিউল হোসেন, চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জিতেন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী ও ময়মনসিংহ জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী তাহসিন খান।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় দেশব্যাপী গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়। সেখান থেকে ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য ছয় সদস্যের বাংলাদেশ গণিত দল নির্বাচন করা হয়। দল নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।