ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ঢাবি ১৫ দিন বন্ধ

ভূমিকম্পের কারণে সৃষ্ট জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিন্ডিকেটের সভায় বুয়েটের বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের মতামতের ভিত্তিতে হলগুলোর ঝুঁকি মূল্যায়ন ও সংস্কারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, বন্ধের সময় অফিসগুলো খোলা থাকবে।