Thank you for trying Sticky AMP!!

ঢাকা মেডিকেলকে ডায়ালাইসিস মেশিন দিলেন শহীদ ডা. মিলনের মা

নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ চিকিৎসক শামসুল আলম খান মিলনের মা সেলিনা আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে দুটি ডায়ালাইসিস মেশিন উপহার দিয়েছেন।

নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ চিকিৎসক শামসুল আলম খান মিলনের মা সেলিনা আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে দুটি ডায়ালাইসিস মেশিন উপহার দিয়েছেন। আজ সোমবার এ খবর জানান ঢাকা মেডিকেল কলেজের পরিচালক নাজমুল হক।

২৭ নভেম্বর ছিল শহীদ ডা. মিলন দিবস। ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে স্বৈরশাসকের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। তাঁর শাহাদাত বরণের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতিবেগ সঞ্চার হয়। ছাত্র–জনতার অভ্যুত্থানে স্বৈরশাসনের অবসান হয়। প্রতিবছর দিনটি শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শামসুল আলম খান মিলনের মৃত্যুর পর তাঁর মা সেলিনা আক্তার ছেলের নামে শহীদ ডা. শামসুল আলম খান মিলন মানব কল্যাণ পরিষদ গঠন করেন। এই পরিষদ থেকে এ বছর ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) এবং নেফ্রোলজি ডায়ালাইসিস ইউনিটে দুটি ডায়ালাইসিস মেশিন দেওয়া হয়েছে। দু–এক দিনের মধ্যেই হাসপাতালে এই মেশিনগুলো চালু হওয়ার কথা রয়েছে।

গতকাল রোববার ডায়ালাইসিস মেশিন হস্তান্তরের ব্যাপারে চুক্তি স্বাক্ষর হয়। ওই অনুষ্ঠানে সেলিনা আক্তার ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, সোনার বাংলা ফাউন্ডেশনের এ দেশীয় পরিচালক মো. ওয়াহিদ হোসেনসহ অনেকে। সোনার বাংলা ফাউন্ডেশন আগামী পাঁচ বছর মেশিন দুটির তত্ত্বাবধান করবে।