Thank you for trying Sticky AMP!!

মরে যাচ্ছে কেরানীগঞ্জের খালটি

বুড়িগঙ্গা নদীর তীরে দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ, তেলঘাট থেকে শুরু খালটির প্রবেশপথ। চলে গেছে বাঘৈর রাজেন্দ্রপুর পর্যন্ত। স্থানীয় লোকজন কালীগঞ্জ-রাজেন্দ্রপুর খাল বলেন এটিকে। কালীগঞ্জের খালটির প্রবেশমুখ থেকে কদমতলী বাজার পর্যন্ত ফেলা ময়লা-আবর্জনা জমে ভরাট হয়ে আছে। আবার খালটির অনেক জায়গায় দখল করে নির্মাণ করা হয়েছে বিভিন্ন স্থাপনা। কদমতলী বাজারের বেগুনবাড়ির স্থায়ী বাসিন্দা মো. নাদের মিয়া (৭৬) জানালেন, এ খাল দিয়ে একসময় নৌকা চলেছে, ছেলে–পুলেরা মাছ ধরত, কিন্তু খালের আশপাশের এলাকার মানুষ ময়লা ফেলতে ফেলতে খালটি ভরাট করে ফেলেছে, কেউ কারও কথা শোনে না।
কালীগঞ্জের এই অংশটি খালটির প্রবেশমুখ। নৌকা ভিড়িয়ে জট করে রাখা হয়েছে।
দুইপাশে বহুতল মার্কেট দাঁড়িয়ে
জোড়া ব্রিজ গলি থেকে খালটি আবর্জনায় পুরোটা ঢাকা
স্থানীয় লোকজন নিয়মিত ময়লা–আবর্জনা ফেলেন খালটিতে
খালের পাশের মার্কেটগুলো থেকেও আবর্জনা ফেলা হয়
পূর্ব আগানগর অংশে দেখা মিলল অল্প কিছু দূষিত পানির
অনেক স্থানে দখলে করে গড়ে উঠেছে স্থাপনা