রাজধানীতে অসহায় ও প্রতিবন্ধীদের খাবার বিতরণ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চলমান মহামারিতে অসহায় মানুষের মধ্যে তৈরি খাবার বিতরণ করেছে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ইনডব্লিউএফ)। ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত হাতিরঝিল, দক্ষিণ বাড্ডা, মগবাজার আমবাগান ও বস্তিতে এই খাবার পৌঁছে দেন।  

খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জাফর আহমেদ পাটোয়ারি বলেন, নটরডেমিয়ান্স ফাউন্ডেশনের কার্যক্রমে সহায়তা দিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান হাভাল বাংলাদেশ লি. ও মাদল। করোনার বিভীষিকাময় এই পরিস্থিতিতে অসহায়-ক্ষুধার্ত মানুষের সহযোগিতায় এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই জনহিতকর কর্মসূচি সবার সহায়তায় সামনের দিনগুলোতেও চলবে।

ফাউন্ডেশনের সহসভাপতি দলিলুর রহমান প্রথম আলোকে বলেন, বস্তি এলাকায় খেটে খাওয়া অসংখ্য মানুষ ও তাদের পরিবার বিশেষ করে শিশুরা খাবারের কষ্টে আছে। তাদের সহায়তা করার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষকে অবশ্যই এগিয়ে আসতে হবে। যার যত ক্ষুদ্র সামর্থ্য থাকুক না কেন, তা নিয়ে সবাই যদি অসহায়দের মাঝে সহায়তা দেয়, তাহলে অসহায় ও গরিব মানুষের মুখে হাসি ফুটবে।