Thank you for trying Sticky AMP!!

রাজধানীতে ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার

রাজধানীর কাঁটাবন এলাকা থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই নেতা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান। ঠিক কী অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।

ছাত্রদলের অন্য নেতারা বলছেন, রাকিবুল ও মশিউরকে গ্রেপ্তার করার কোনো যৌক্তিক কারণ নেই। তবে পুলিশ বলছে, অভিযোগ আছে বলেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব আমানউল্লাহ আমান প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে কাঁটাবন এলাকা থেকে রাকিবুল ও মশিউরকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা-পুলিশ। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা নেই। কেন তাঁদের গ্রেপ্তার করা হলো, তা তাঁদের কাছে পরিষ্কার নয়।

জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম এ ব্যাপারে শাহবাগ থানার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশীদ প্রথম আলোকে বলেন, মামলা আছে বলেই ছাত্রদলের ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

কোন মামলায় ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করা হলো, জানতে চাইলে ওসি মামুন সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।