Thank you for trying Sticky AMP!!

উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন

আগুন

রাজধানীর উত্তরায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উত্তরার আজমপুর এলাকার উড়ালসড়কের নিচে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ প্রথম আলোকে বলেন, পরিস্থান পরিবহন নামের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

রাশেদ বিন খালেদ আরও বলেন, বাসে আগুন দেওয়ার তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তারা বাসটির আগুন নেভায়।

Also Read: শ্যামলীতে বাসে আগুন দিয়েই নেমে যায় দুষ্কৃতিকারীরা

বাসে আগুন দেওয়ার এ ঘটনায় কোনো হতাহতের তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।

বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের শেষ দিন আজ। গত দুই দিন অবরোধ চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের পর দলটি গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

এক দিন বিরতি দিয়ে মঙ্গলবার থেকে টানা তিন দিনের সড়ক, রেল, নৌপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।

টানা তিন দিনের অবরোধ শেষে আজ আবার কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি।

Also Read: বিভিন্ন স্থানে সংঘর্ষ–ভাঙচুর, যানবাহনে অগ্নিসংযোগ