
রাজধানীর অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর বলেছে, ১৫ থেকে ২২ ফেব্রুয়ারি সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন থানা–পুলিশের সমন্বয়ে মিরপুর, কাফরুল, গাবতলী, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, মোহাম্মদপুর,তেজগাঁও, পল্লবী ও উত্তরা এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্র ও হত্যা মামলার আসামি, তালিকাভুক্ত চাঁদাবাজ, চিহ্নিত অপরাধী, অবৈধ জমি দখলকারী, কিশোর গ্যাংয়ের সদস্য এবং মাদক কারবারিসহ এসব অপরাধীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম শেষে সংশ্লিষ্ট এলাকার থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।