খুন
খুন

ঢাকার মিরপুরে পোশাককর্মী খুন

রাজধানীর মিরপুরে দিয়াবাড়ি ঘাট এলাকার একটি বস্তিতে মিজানুর রহমান (২৩) নামের এক পোশাককর্মী খুন হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মিজানুর রহমানের বাড়ি রংপুরে। তিন মাস বয়সী এক ছেলে সন্তান আর স্ত্রীকে নিয়ে তিনি দিয়াবাড়ি ঘাট এলাকায় বসবাস করতেন।

নিহত মিজানুরের বাবা আনারুল ইসলাম অভিযোগ করে বলেন, ওই এলাকার একটি ছেলেকে মারধর করে মোবাইল কেড়ে নেওয়ার ঘটনার প্রতিবাদ করেছিলেন মিজানুর। এ ঘটনার জের ধরে এলাকার সন্ত্রাসী রাসেল, সূর্য, মানিকসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে মিজানুরকে গতকাল রাত ১১টার দিকে আঘাত করেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সোয়া ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দারুসসালাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মোর্শেদ খান প্রথম আলোকে বলেন, খুনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মিজানুরের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।