জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শিক্ষক–শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুজনের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা, তিনজন বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় জবি শাখা ছাত্রদলের দুজন নেতাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা এবং তিনজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শেখ গিয়াসউদ্দিনের সই রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রসায়ন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান ও দর্শন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলামের ক্যাম্পাসে প্রবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক।

এ ছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইয়াসিন হোসেন সাইফ, সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবু হেনা মুরসালিন এবং বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইমরান হাসানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁরা তিনজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও শহীদ সাজিদ ভবনের নিচতলায় সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘটনায় ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুল হাকিমকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, তাঁর নামে ভবিষ্যতে শৃঙ্খলাভঙ্গের কোনো অভিযোগ পাওয়া গেলে কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। আজিজুল হাকিম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য।

গত ১০ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদকে মারধর করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতা–কর্মী। তাঁরা রফিকের বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, এ সময় রফিককে রক্ষায় এগিয়ে গেলে ছাত্রকল্যাণ পরিচালক এ কে এম রিফাত হাসান ও সহকারী প্রক্টর শফিকুল ইসলামও হামলার শিকার হন। ওই সময় ছাত্রদলের নেতা–কর্মীরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান ও যুগ্ম আহ্বায়ক মো. ফারুকের ওপরও হামলা করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন বাগছাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা–কর্মী এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা।

এর আগে গত রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা।