Thank you for trying Sticky AMP!!

বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে এক দিন অনলাইনে ক্লাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে এক দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসে অংশ নিতে হবে। এদিন বন্ধ থাকবে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসার পরিবহনসুবিধা। এতে সাশ্রয় হবে জ্বালানি।

এ ছাড়া অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হওয়ার দিন বিশ্ববিদ্যালয়ে জরুরি কিছু দপ্তর ছাড়া অন্যান্য দপ্তর বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে। তবে এদিন কোনো বিভাগে পরীক্ষা থাকলে তা সশরীর অনুষ্ঠিত হবে।

এ সিদ্ধান্ত সম্পর্কে দ্রুত প্রজ্ঞাপন প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামালউদ্দীন আহমদ প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, সরকার থেকে আপৎকালে সব ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের অনুরোধ করা হয়েছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

কোষাধ্যক্ষ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের চেয়ারম্যান ও ডিন এ সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন। আশা করছি, এতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। বিদ্যুৎ সাশ্রয় করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে সব বিভাগ ও দপ্তরে।’