সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

বনানীতে গাড়ির ধাক্কায় নারী নিহত, পরিচয় জানা যায়নি

ঢাকার বনানী এলাকায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তাঁর পরিচয় জানা যায়নি।

আজ শুক্রবার সকালে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বিষয়টি জানিয়েছেন।

এসআই সোহেল রানা প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে বনানী ২৩ নম্বর সড়কের বিপরীত পাশে প্রধান সড়কে অজ্ঞাতনামা কোনো গাড়ির ধাক্কায় ওই নারী রাস্তায় ছিটকে পড়েন। তিনি মাথায় গুরুতর আঘাত পান। খবর পেয়ে সেখান থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পর সেখান থেকে আজ ভোর সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা সোহেল রানা বলেন, তাৎক্ষণিক গাড়িটি শনাক্ত করা যায়নি। নিহত নারীর পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ৩৫ বছর হতে পারে। তাঁর পরনে ছিল সালোয়ার ও কামিজ। ওই নারীর আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।