Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশকে ২০ লাখ টিকা দিল ফ্রান্স

বাংলাদেশকে ২ লাখ ৬ হাজার করোনার টিকা দিয়েছে ফ্রান্স

বাংলাদেশকে ২ লাখ ৬ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছে ফ্রান্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক প্যারিস সফরকালে বাংলাদেশকে করোনার এ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ফ্রান্স। বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জিন মারিন ছুহ গতকাল মঙ্গলবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে আনুষ্ঠানিকভাবে এসব টিকা হস্তান্তর করেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশকে টিকা দেওয়ায় ফরাসি সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী দিনগুলোয় দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক প্যারিস সফরকালে তাঁকে উষ্ণ আতিথেয়তা এবং সর্বোচ্চ পর্যায়ে সম্মান দেওয়ায় ফরাসি সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। আব্দুল মোমেন বলেন, সুইডেন শিগগির বাংলাদেশকে ৫ লাখ ৩০ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে।