Thank you for trying Sticky AMP!!

রংপুর বিভাগে করোনায় ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৬০৫

করোনাভাইরাস

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৬০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় বিভাগে শনাক্তের হার ৩১ দশমিক ৮৪ শতাংশ। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁও জেলায় সর্বোচ্চ ৭ জন রয়েছেন। এ ছাড়া দিনাজপুরে ৩ জন, রংপুরে ২ জন, নীলফামারী ও গাইবান্ধায় ১ জন করে রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নতুন শনাক্ত হওয়া ৬০৫ জনের মধ্যে দিনাজপুর জেলায় ১৩৮ জন, ঠাকুরগাঁওয়ে ৯৪ জন, নীলফামারীতে ৮১ জন, লালমনিরহাটে ১৭ জন, গাইবান্ধায় ৫৫ জন, রংপুরে ৯৮ জন ও পঞ্চগড় ও কুড়িগ্রামে ৬১ জন করে রয়েছেন। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৩ হাজার ৯৩৪। একই সময়ে বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫৮৭ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, গত এক দিনে করোনায় ১৪ জনের মৃত্যু নিয়ে বিভাগে মোট ৬৮৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ২৩২ জন মারা গেছেন। অন্যদের মধ্যে রংপুরে ১৩৬ জন, ঠাকুরগাঁওয়ে ১২৭ জন, পঞ্চগড়ে ৩৩ জন, নীলফামারীতে ৪৬ জন, লালমনিরহাটে ৪৩ জন, কুড়িগ্রামে ৩৫ জন ও গাইবান্ধায় ৩৩ জন রয়েছেন।

এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।