Thank you for trying Sticky AMP!!

করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৩১০

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৩১০ জনের। আগের দিন করোনায় একজনের মৃত্যু হয়েছিল এবং রোগী শনাক্ত হয়েছিল ২২২ জন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৮৭। আগের দিন এ হার ছিল ৮ দশমিক ৬২।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১৪ হাজার ৮৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৭৪৬ জন। করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩৩৪ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে সংক্রমণ কমতে থাকে।