Thank you for trying Sticky AMP!!

দেশে ২৪ ঘণ্টায় ১০ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এর আগের দিন ১৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই দিনও কারও মৃত্যু হয়নি।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫০। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৫১।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৩৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ২৯ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৯ হাজার ৪০৫ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।

Also Read: লকডাউনে লাভের চেয়ে ক্ষতি বেশি