Thank you for trying Sticky AMP!!

আফতাবনগরের ফ্ল্যাট থেকে ১৩ রোহিঙ্গা তরুণী উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর আফতাবনগরের একটি ফ্ল্যাট থেকে আজ রোববার সকালে ১৩ রোহিঙ্গা তরুণীকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব বলছে দেশের বাইরে পাচার করার জন্য এই তরুণীদের রোহিঙ্গা ক্যাম্প থেকে নিয়ে আসা হয়েছিল।

গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন মো. কবির আহমেদ (৪০) এবং মো. এমরান (২৮)। র‍্যাব জানিয়েছে, দুজনের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভুয়া জন্ম নিবন্ধনের কপি, জন্ম নিবন্ধনের ফরম এবং পাসপোর্টের ফরম উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, কবির সাত মাস আগে ফ্ল্যাটটি ভাড়া নেন। তিনি রোহিঙ্গা ক্যাম্প থেকে নারী সংগ্রহ করে বিভিন্নভাবে ঢাকায় নিয়ে আসেন। এরপর তাদের মালয়েশিয়া, দুবাইসহ অন্য কিছু দেশের ভিসা সংগ্রহ করে উচ্চ মূল্যে আন্তর্জাতিক পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেয়। র‍্যাব বলছে, চক্রের সদস্য এমরান এবং হাবিব (পলাতক) পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় এসব রোহিঙ্গা তরুণীর জন্য পাসপোর্ট তৈরি করেন।

র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান প্রথম আলোকে বলেন, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। চক্রটি এর আগে কিছু তরুণীকে দেশের বাইরে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে সব তথ্য নেওয়া হবে।