Thank you for trying Sticky AMP!!

ইয়াবা-হেরোইন বেচে কোটিপতি

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা আর যশোর থেকে হেরোইন এনে ফেনীতে বিক্রি করতেন। আর এসব বিক্রির টাকায় তিনি এখন কোটিপতি। কিনেছেন জমি। কাজ শুরু করেছেন ভবন নির্মাণের।

গতকাল রোববার বিকেলে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসেনের আদালতে এক আসামির জবানবন্দিতে এসব তথ্য উঠে আসে। আসামি মো. মাসুদ নোয়াখালীর বাসিন্দা।

২০ জানুয়ারি মাদকদ্রব্য অধিদপ্তরের সহযোগিতায় ফেনীর র্যাব সদস্যরা মো. মাসুদকে মাইজবাড়িয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। পরে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ বলেন, ইয়াবা ও হেরোইন বিক্রি করে মাসুদ শহরের পূর্ব উকিলপাড়ায় জমি কিনে ছয়তলা ভিত্তির একটি বাড়ির নির্মাণকাজ শুরু করেছেন। এ ছাড়া আরও কিছু জমি কিনেছেন। তিনি শহরের রেলস্টেশন এলাকাসহ কয়েকটি আস্তানায় মাদক সরবরাহকারী ছিলেন। তাঁর কয়েকজন খুচরা বিক্রেতা রয়েছে। তিনি তাদের নামও আদালতকে জানিয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।