Thank you for trying Sticky AMP!!

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মানবাধিকার কমিশনের চিঠি

মানবাধিকার কমিশন

পাবনার সাংবাদিক সুবর্ণা নদী হত্যায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। এ হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছেন তিনি। আজ বুধবার কমিশনের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে কমিশনের চেয়ারম্যান নদী হত্যার তীব্র নিন্দা জানান। তিনি হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। নদী হত্যার ঘটনার পর কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগটি গ্রহণ করে বলেও জানানো হয়।

কমিশন আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে চিঠি দিয়েছে।