Thank you for trying Sticky AMP!!

‘কর্তব্যে অবহেলা’র কারণে কাটাখালীর ওসিকে প্রত্যাহার

রাজশাহী কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান

রাজশাহী মেট্রোপলিটন এলাকার কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গতকাল বুধবার রাতে এক আদেশে তাঁকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস। তিনি বলেন, ‘অর্পিত দায়িত্ব ও কর্তব্যে অবহেলা ও প্রশাসনিক কারণে কাটাখালী থানার ওসি জিল্লুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’

অর্পিত দায়িত্ব ও কর্তব্যে অবহেলা ও প্রশাসনিক কারণে কাটাখালী থানার ওসি জিল্লুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
মো. গোলাম রুহুল কুদ্দুস, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ

তবে পুলিশের একটি সূত্রে জানা গেছে, গতকাল বুধবার পবা উপজেলা পরিষদ আয়োজিত জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ওসি জিল্লুর রহমান বাহিনীর নির্ধারিত পোশাক সঠিকভাবে পরেননি। তাঁর মাথায় ছিল ফিল্ড ক্যাপ। অনুষ্ঠান শেষে ওসি জিল্লুর রহমানের এ রকম একটি ছবি ফেসবুকের মাধ্যমে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার (এআইজি মিডিয়া) নজরে পড়ে। ড্রেসকোড লঙ্ঘনের বিষয়টি বুধবার রাতেই জানানো হয় রাজশাহী মহানগর পুলিশ কমিশনারকে। পরে তিনি এ বিষয়ে ব্যবস্থা নেন।