Thank you for trying Sticky AMP!!

গলিত লোহা শরীরে পড়ে আরও দুই শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রড প্রস্তুতকারক কারখানায় গলিত লোহা শরীরে পড়ে দগ্ধ হওয়ার ঘটনায় আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় মোট চার শ্রমিকের মৃত্যু হলো।

মারা যাওয়া দুই শ্রমিক হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আব্দুস সোবহানের ছেলে মো. শাকিল (২০) ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার টিপু শেখের ছেলে আবু সিদ্দিক (৩০)।

ওই দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, স্বজনদের কাছে শাকিল ও আবু সিদ্দিকের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ওই ঘটনায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার বাউরা এলাকার সুন্দর আলীর ছেলে রফিক মিয়া (৪৫), রহমতপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মো. রাজু (৪০) দগ্ধ হয়ে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থলে দগ্ধ মিজানুর রহমান (৪২) ও শুক্রবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ফাহিমের (২৫) মৃত্যু হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং মিল কারখানায় গলিত লোহা শ্রমিকদের শরীরে পড়ার ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন দগ্ধ হয়েছিলেন।

Also Read: গলিত লোহা শরীরে পড়ে দুজনের মৃত্যু, দগ্ধ ৪