
চট্টগ্রামের ফুটপাতের চাঁদাবাজিকে ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন আহত হয়েছেন। তাঁর নাম মো. আরিফ। আজ বুধবার বিকেলে নগরের পাঁচলাইশ থানার মির্জারপুল এলাকায় এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তার করা হয় মো. ওয়াহিদ নামের একজনকে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মির্জারপুল এলাকায় ফুটপাতে দোকান বসিয়ে চাঁদা আদায় করে আসছেন স্থানীয় মো. আরিফ ও মো. ওয়াহিদ। কিছুদিন আগে পুলিশ ফুটপাতের দোকানগুলো তুলে দেয়। আজ সেখানে দোকান বসান আরিফ। এতে ক্ষিপ্ত হয়ে ওয়াহিদ তাঁর অনুসারীদের নিয়ে আরিফের ওপর হামলা চালান। খবর পেয়ে আরিফের অনুসারীরাও সেখানে জড়ো হন। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে ও আরিফক কুপিয়ে আহত করা হয়। এ সময় আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা দোকানপাট বন্ধ করে দেন। প্রায় ১০ মিনিট বন্ধ থাকে মির্জারপুল –মুরাদপুর সড়কও। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গুরুতর আহত অবস্থায় আরিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, ফুটপাতে দোকান বসিয়ে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন আহত হয়েছেন। জড়িত একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।