
সিলেট থেকে মোটরসাইকেলে করে জৈন্তাপুরে কর্মস্থলে যাওয়ার পথে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত পলাশ গোয়ালা (২৬) জৈন্তাপুর ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি হবিগঞ্জের বানিয়াচংয়ের বাসিন্দা।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর ইউনিয়নের উমনপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে মোটরসাইকেলে করে পলাশ গোয়ালা সিলেট থেকে কাজ শেষে জৈন্তাপুর ট্রাফিক কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি মোটরসাইকেলে একাই ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের উমনপুরে পৌঁছালে সড়কের বাঁ পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগলে তিনি ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হন পলাশ। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পলাশের লাশ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা হবে।