
যশোরের চৌগাছা উপজেলার একটি পাটখেত থেকে মুখমণ্ডলে স্কচটেপ লাগানো অবস্থায় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর (মন্মথপুর) মাঠে একটি পাটখেত থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার বিকেলে উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর (মন্মথপুর) মাঠে অমেদ আলীর পাটখেতে এক যুবকের মরদেহ পড়ে ছিল। তাঁর পরনে একটি কালো প্যান্ট এবং খালি গা ছিল। তাঁর মুখের মাস্ক গলায় ঝোলানো এবং মুখ, নাক ও চোখে স্কচটেপ লাগানো ছিল।
এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এরপর সন্ধ্যা ছয়টার দিকে চৌগাছা থানা থেকে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। রাত সাড়ে আটটার দিকে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।
চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে তাঁর নাম ও পরিচয় জানা যায়নি। তাঁর নাম ও পরিচয় জানার চেষ্টা এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।