Thank you for trying Sticky AMP!!

বগুড়ায় কোভিডে সাইকেল যন্ত্রাংশের দোকানির মৃত্যু

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

বগুড়ায় কোভিডে (করোনাভাইরাস) আক্রান্ত হয়ে বাইসাইকেলের যন্ত্রাংশের দোকানির মৃত্যু হয়েছে। বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মারা যাওয়া ব্যক্তির নাম অর্জুন সাহা (৩৮)। তাঁর বাড়ি বগুড়া সদর উপজেলার মানিকচক শাহপাড়া গ্রামে।

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা (এইও) আবদুর রহিম প্রথম আলোকে কোভিডে একজন রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই রোগী শ্বাসকষ্ট, কাশিসহ কোভিডের নানা উপসর্গ দেখা দিলে টিএমএসএস মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে কোভিড–১৯ পরীক্ষার নমুনা দেন। কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার পর ৩ জুলাই টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি হন। ১৪ জুলাই দ্বিতীয় দফা নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে কোভিড পরীক্ষার জন্য পাঠানো হয়। দ্বিতীয় দফা নমুনা পরীক্ষার প্রতিবেদনে ১৫ জুলাই তিনি কোভিড পজিটিভ শনাক্ত হন। গতকাল সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবক দল স্বাস্থ্যবিধি ও ধর্মীয়বিধান মেনে মরদেহ সৎকারের জন্য প্রস্তুত করেছে।