
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি বেসরকারি হাসপাতালের কেবিন থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে থাকা অবস্থায় এক নার্সের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ইউনাইটেড হাসপাতাল থেকে রিমা প্রামাণিক (১৮) নামের ওই নার্সের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রিমা প্রামাণিকের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার পিরিজকান্দিতে। তিনি হাসপাতালটিতে দুই বছর ধরে কাজ করছেন। বহুতল ওই ভবনের পঞ্চম তলায় অন্য সহকর্মীদের সঙ্গে থাকতেন তিনি। তিন দিনের ছুটি শেষে ঈদের আগে গত শুক্রবার কর্মস্থলে ফিরেছিলেন তিনি। গতকাল রোববার দিবাগত রাত পৌনে তিনটা পর্যন্ত রিমা হাসপাতালে দায়িত্ব পালন করেন। এরপর রাত চারটার দিকে ২০৩ নম্বর কেবিনে বৈদ্যুতিক পাখার সঙ্গে তাঁর লাশ ঝুলতে দেখা যায়। সহকর্মীরা এসে তাঁকে নিচে নামিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এর আগেই মারা যান তিনি। লাশ উদ্ধারের সময় কক্ষটির দরজা খোলা ছিল।
রিমার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন ভৈরব থানার উপপরিদর্শক (তদন্ত) মো. রফিক। তিনি বলেন, আপাতত অপমৃত্যু ধারায় মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
রিমা প্রামাণিকের বাবা সেন্টু প্রামাণিক প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ের আত্মহত্যা করার মতো কোনো কারণ আছে বলে তিনি বিশ্বাস করেন না। তিনি বলেন, ‘ঈদের আগে তিন দিন বাড়িতে থেকে এল। আমার মেয়ের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাইনি। ধারণা করতে পারি, এমন কিছুও আমাদের বলেনি।’
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক হানিফুর রহমান বলেন, ‘রিমা প্রামাণিক কিছুটা অভিমানী স্বভাবের। রাতে আমাকে ফোন করে জানিয়েছিল সকালে বাড়ি ফিরে যাবে। তখন পর্যন্ত তার সবকিছু স্বাভাবিক মনে হয়েছে।’