Thank you for trying Sticky AMP!!

রাজশাহীতে চিকিৎসাধীন কোভিড আক্রান্ত যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় একজন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩৬)। তিনি রাজশাহী নগরের এয়ারপোর্ট থানাধীন ভোলাবাড়ি এলাকার সব্দর আলীর ছেলে।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। হাসপাতালের উপপরিচালক চিকিৎসক সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল ফেরদৌস জানান, কোভিড পজিটিভ নিয়ে গত ২ জুলাই শহিদুল হাসপাতালে ভর্তি হন। এ সময় তাঁকে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সাইফুল ফেরদৌস আরও জানান, শহিদুলের দাফনের বিষয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনকে অবহিত করা হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের ব্যবস্থা করবে।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, এ নিয়ে কোভিডে রাজশাহী জেলায় মারা গেলেন ১৩ জন। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকার ৭ জন। এ জেলায় কোভিডে আক্রান্ত হয়ে গত ২৬ এপ্রিল প্রথম মারা যান বাঘা উপজেলার আব্দুস সোবহান (৮০)।