Thank you for trying Sticky AMP!!

শাহরাস্তিতে ভোট গ্রহণ শেষে নির্বাচন প্রত্যাখ্যান করলেন বিএনপি প্রার্থী

পৌরসভা নির্বাচন

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার নির্বাচন প্রত্যাখ্যান করেছেন বিএনপির মেয়র প্রার্থী মো. ফারুক হোসেন মিয়াজী। ভোট গ্রহণ শেষে আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেন তিনি।

ফারুক হোসেন অভিযোগ করেন, তিনি সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেন বিএনপির এজেন্ট ও চিহ্নিত ভোটারদের বের করে দিয়ে সরকারদলীয় ব্যক্তিরা তাঁদের নিজস্ব লোকজন দিয়ে ভোট সম্পন্ন করেন। বিষয়টি তিনি মৌখিকভাবে স্থানীয় প্রিসাইডিং ও নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছেন। শেষ পর্যন্ত তাঁরা কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি এই নির্বাচন ও ফলাফল প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেন।

শাহরাস্তিতে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৫১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন লড়েন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকার একক প্রার্থী হিসেবে বর্তমান মেয়র হাজি আবদুল লতিফ লড়েন। অপর দিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবেক মেয়র মো. মোস্তফা কামাল লড়েন। এই নির্বাচনের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে রিটানিং কর্মকর্তা ও ইউএনও শিরিন আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।