করোনা পরিস্থিতি

সাতক্ষীরায় আরও নয়জনের মৃত্যু

করোনাভাইরাসের প্রতীকী ছবি
করোনাভাইরাসের প্রতীকী ছবি

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে আটজন মারা যান। অপরজন করোনা পজিটিভ ছিলেন। এ নিয়ে চলতি মাসের ১৩ দিনে করোনা উপসর্গ নিয়ে ৮২ জনের মৃত্যু হয়েছে এই হাসপাতালে। জুনের প্রথম ১৩ দিনে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ছিল ২৭। অর্থাৎ মাসের প্রথম ১৩ দিনের হিসাবে উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েছে তিন গুণের বেশি।

এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ৪৩৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯১ জনের। শনাক্তের হার ২০ দশমিক ৭৩। সাতক্ষীরা সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরিসংখ্যানে আরও দেখা যায়, জুনের প্রথম ১৩ দিনের চেয়ে জুলাইয়ের প্রথম ১৩ দিনে করোনায় সংক্রমিত ব্যক্তির মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। জুনের প্রথম ১৩ দিনে করোনা পজিটিভ হিসেবে মৃত্যু হয়েছিল সাতজনের। জুলাইয়ের প্রথম ১৩ দিনে সংখ্যাটা ৪ জনে নেমেছে। পুরো জুনে করোনার উপসর্গ নিয়ে ১২২ জন ও করোনার সংক্রমণ নিয়ে ২৮ জনের মৃত্যু হয়েছিল।

জয়ন্ত সরকার জানান, সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের নিয়ে সাতক্ষীরা জেলায় করোনার উপসর্গ নিয়ে মোট ৪৩২ জন ও করোনার সংক্রমণ নিয়ে ৭৮ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত ১৭ হাজার ৪৬১ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৫৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৮০ জন। বর্তমানে বাড়িতে ১ হাজার ১৮৫ জন ও ৩৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সাতক্ষীরার সরকারি হাসপাতালে করোনা সংক্রমিত ১৮ জনসহ মোট ২৭৭ জন ভর্তি রয়েছেন। আর বেসরকারি হাসপাতালে করোনায় সংক্রমিত ১৬ জনসহ ভর্তি রয়েছেন ১৩২ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৯জন।

সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়াত বলেন, করোনা সংক্রমণের সংখ্যা কমছে না। বাড়ছে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে না। সাতক্ষীরায় প্রায় সবকিছু চলছে স্বাভাবিকভাবে। মানুষ সচেতন না হলে করোনাভাইরাস নিয়ন্ত্রণে করা কঠিন হয়ে পড়বে।