সিলেটে নির্মাণশ্রমিক হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নির্মাণশ্রমিক নজরুল ইসলাম হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. মিজানুর রহমান ভূঁইয়া এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবদুল মুবিন। তাঁর বাড়ি বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া এলাকায়।

সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি সু‌ফিয়া মালেকা পার‌ভিন বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতে ২৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর বিয়ানীবাজার উপজেলার নন্দিরফল গ্রামের নির্মাণশ্রমিক নজরুল ইসলামকে ফোন ‌করে ডেকে নিয়ে গলা কেটে ও মাথায় আঘাত করে খুন করা হয়। পরে বিয়ানীবাজার টিকরপাড়া এলাকায় নন্দিরফল রাস্তায় নজরুলের লাশ দেখে শনাক্ত করেন তাঁর স্ত্রী ও চার মেয়ে।

এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসা‌মিদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম ভূঁইয়া মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে ওই বছরের ৩১ ডিসেম্বর আবদুল মুবিনকে গ্রেপ্তার করেন। ২০২০ সালের ২৯ জুন আবদুল মুবিনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।