Thank you for trying Sticky AMP!!

কিশোরগঞ্জে হরতালে অটোরিকশা ভাঙচুর, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ

গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন হরতাল সমর্থনকারীরা। বুধবার সকাল সাতটার দিকে কিশোরগঞ্জ সদরের সাদুল্লারচর এলাকায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে

বিএনপির ডাকা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে ও গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশ-বিএনপির সংঘর্ষে দুই নেতা নিহতের ঘটনার প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে কিশোরগঞ্জে হরতাল চলছে। ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সদরের সাদুল্লারচর এলাকায় সকাল সাতটার দিকে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন হরতাল সমর্থনকারীরা। সকাল ৯টার দিকে শহরের নতুন জেলখানা মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে।

ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধের সময় কুলিয়ারচরে নিহত দুজনের বিচার চেয়ে স্লোগান দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ। অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, যুববিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ প্রমুখ।

খালেদ সাইফুল্লাহ বলেন, পুলিশের গুলিতে কুলিয়ারচরের ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও কৃষক দলের নেতা বিল্লাল মিয়ার হত্যার প্রতিবাদে ডাকা হরতালে জনগণের সমর্থন রয়েছে। সরকার পতনের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা মাঠে থাকবেন।

Also Read: সংঘর্ষের সময় কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ চা বিক্রেতার মৃত্যু

অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা চলে যান। পুলিশ সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে দেয়। সিএনজিচালিত অটোরিকশা ও ছোট যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে সড়ক ও মহাসড়কে দূরপাল্লার বাস ও ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

সকাল ৯টার দিকে নতুন জেলখানা মোড়ে হরতাল সমর্থনকারীরা একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে ধাওয়া দিলে তাঁরা চলে যান। সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, যাত্রীদের কোনো ভিড় নেই। সব বাস সারিবদ্ধভাবে রাখা। জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম বলেন, একে তো যাত্রী নেই, সেই সঙ্গে জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করেই বাস ছাড়া হচ্ছে না। আজ সকাল থেকে কোনো বাস ছাড়া হয়নি।

Also Read: কিশোরগঞ্জে বুধবার আধা বেলা হরতাল ডেকেছে বিএনপি

হরতাল সমর্থনকারীরা সড়কে টায়ায় পোড়ান। বুধবার সকালে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার এলাকায়

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে সর্তক অবস্থায় আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। মানুষের জানমালের নিরাপত্তার জন্য সর্বত্রই পুলিশ মাঠে থাকবে।

গতকাল বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সংঘর্ষের সময় উপজেলা ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল মিয়া নিহত হন। এ ঘটনার প্রতিবাদে এবং দুই নেতা হত্যার বিচার চেয়ে আজ কিশোরগঞ্জে আধা বেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

Also Read: ‘মেয়ের বাপরে পুলিশ মাইরা ফেলছে, মেয়ে এখন কারে বাপ ডাকব’

Also Read: কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ জন নিহতের দাবি বিএনপির, একজনের মৃত্যুর তথ্য পেয়েছে পুলিশ