Thank you for trying Sticky AMP!!

টঙ্গীতে গণপিটুনিতে যুবকের মৃত্যু

গণপিটুনি

গাজীপুরের টঙ্গীতে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকার নিশাতনগর বস্তিতে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, নিহত যুবক ছিনতাইকারী। ব্যাটারিচালিত একটি অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে তিনি গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন।

নিহত যুবকের নাম মো. শাহা আলী (৩০)। তিনি নিশাতনগর বস্তিতে স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করতেন।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, নিশাতনগর বস্তির আসাদুল নামের এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ আছে। গ্যারেজটিতে প্রতিদিন রাতে পাঁচ থেকে ছয়টি অটোরিকশা চার্জে দেওয়া থাকে। আজ ভোর পাঁচটার দিকে শাহা আলী কোনোভাবে অটোরিকশার গ্যারেজে ঢুকে একটি অটোরিকশার ব্যাটারি খুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আবুল হোসেন নামের এক ব্যক্তি তা দেখে ফেলে তাঁকে বাধা দেন। এতে শাহা আলী ক্ষুব্ধ হয়ে আবুল হোসেনের মাথায় আঘাত করেন। আবুল হোসেন চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে শাহা আলীকে মারধর করেন। একপর্যায়ে শাহা আলী চেতনা হারিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাহা আলীকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, নিহত শাহা আলী এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা আছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।